স্বপ্নের ব্যাখ্যা সম্পর্কে সংক্ষিপ্ত বিবরণ
ঘুমের মধ্যে স্বপ্ন শিশু, কিশোর-কিশোরী, যুবক-যুবতী, পুরুষ-নারী, বৃদ্ধ-বৃদ্ধা সকলে দে্খেন। নেককার ও পরহেজগার বা ভাল লোকেরা স্বপ্নে যা দেখেন তার অধিকাংশই সঠিক ও সত্য বলে প্রমাণিত হয়। তাই আপনার স্বপ্নের কথা দিনের বেলায় কোন নেককার ভাল পুরুষ মুমিন ব্যক্তিকে বলবেন অথবা আপনি নিজেই এর ভাল ব্যাখ্যা করে নিবেন। যাকে তাকে আপনার স্বপ্নের কথা বলবেন না। অন্যথা সে যে রকম ব্যাখ্যা দিবে সেই রকম হয়ে যাবে, তথা ভাল স্বপ্ন খারাপ হয়ে যাবে। সবসময় অন্যজনকে আপনার স্বপ্নের কথা হুট করে বলে দেওয়ার অভ্যাস করবেন না। যেই ব্যক্তি স্বপ্নের সঠিক ব্যাখ্যা দিতে জানেনা তাকে আপনার স্বপ্নের কথা বলতে যাবেন না। ঘুমের মধ্যে মানুষ অনেক সময় ভয়ানক স্বপ্ন দেখেন। কারো ভবিষ্যত স্বপ্ন অনুযায়ী হয়, আবার কারো বিপরীত হয়। এতে ভয় পাওয়ার কিছু নেই। যারা নিয়মিত ভয়ংকর স্বপ্ন দেখেন তাদের জন্য ইমামে আহলে সুন্নাত মুজাদ্দেদে দ্বীন মিল্লাত শাহ আহমদ রেজা খান ফাজেলী ব্রেরেলভী (রঃ) বলেছেন- আয়াতুল কুরসী সাত বার, সূরা কাফেরুন তিনবার, সূরা ইখলাস তিনবার, সূরা ফালাক তিন বার, সূরা নাস তিনবার পাঠ করে একটি ছোট্ট সরিষার তৈলের বোতলে দম করে তা সংরক্ষণ করবেন এবং প্রতিদিন ঘুমানোর সময় এক থেকে দুই ফোটা কানের মধ্যে দিয়ে ঘুমাইবেন। এতে দুঃস্বপ্ন কেটে যাবে। ইমাম বোখারী (রঃ) বোখারী শরীফে উল্লেখ করেছেন- রাসুলে পাক (দঃ) এরশাদ করেছেন, "একজন নেককার মুমিন পরুষের স্বপ্ন নবুয়্যতের ৪৬ অংশ"। আল্লাহ তায়ালা নেককার বান্দাদেরকে আসরারে গায়েবী থেকে স্বপ্নে অবহিত করে দেন। স্বপ্ন সম্পর্কে বিশ্লেষণ করতে গেলে খাতার পর খাতা শেষ হয়ে যাবে, কিন্তু লেখা শেষ হবে না। তাই এখানে আমি যতটুকু সম্ভব হয় ততটুকু স্বপ্নের ব্যাখ্যা আপনেদের সামনে উপাস্থাপন করার চেষ্টা চালাইব।
